সিলেটে জঙ্গিদের ফ্ল্যাটে যেভাবে অভিযান পরিচালনা করেন সেনা বাহিনী( সকল ভিডিও)

সিলেটে জঙ্গিদের ফ্ল্যাটে যেভাবে অভিযান পরিচালনা করেন সেনা বাহিনী( সকল ভিডিও)

সিলেটের শিববাড়ির আতিয়া মহলে একজন নারীসহ চার জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। তিনি বলেন, ‘জঙ্গি আস্তানায় আর কোনও জীবিত জঙ্গি নেই।’ সোমবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান।

ফখরুল আহসান বলেন, ‘ভেতর থেকে তারা এক্সপ্লোসিভ ফাটিয়েছে, গ্রেনেড চার্জ করেছে, গুলি করেছে।’ তিনি বলেন, ‘জঙ্গিরা সুইসাইডাল ভেস্ট পরা ছিল। পুরো বাড়ি কমান্ডোরা তল্লাশি করে দেখেছেন। প্রয়োজনে আরও তল্লাশি করা হবে।’


ভিডিও: ১


ভিডিও: ২



ভিডিও: ৩

Comments